শিরোনাম

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাইপর্ব বরিশালে শুক্রবার

Views: 41

বরিশাল অফিস :: বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’-এর বরিশাল বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার হবে। বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

বরিশাল বিভাগে চলতি বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে শুক্রবার সকাল ৯টায় বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’—এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এই প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *