বরিশাল অফিস :: ঈদের ছুটির তিনদিনে পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় বুধবার দুপুরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে গ্রেট বিক্রমপুর নামের পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৃষ্টি আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ঝালকাঠি থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি গৌরনদীর বাটাজোরের উদ্দেশ্যে যাচ্ছিলো।
অপরদিকে একই উপজেলার নতুন শিকারপুর এলাকায় ১৮ জুন দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাস্তাপারাপারের সময় বরিশালগামী সাকুরা পরিবহনের ধাক্কায় ইসমাইল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি (ইসমাইল) উপজেলা সদরের মুন্ডপাশা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।
অপরদিকে নগরীর কাশিপুর এলাকায় ১৬ জুন সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে বেপারী পরিবহনের চালকের সহকারী মোঃ সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাতনামা সুপারভাইজার (৪০) নিহত হয়েছেন।
আহত আট যাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন ভোররাতে বরিশাল-ঝালকঠি মহাসড়কের নলছিটি এলাকার শ্রীরামপুর বাজারে সাকুরা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী নিহত হয়েছেন।
অপরদিকে ১৫ জুন দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে দুইটি থ্রি-হুইলারের সংঘর্ষে স্বপ্না বেগম (৫০) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত চালকসহ দুইজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।