শিরোনাম

উইন্ডিজ টি-টোয়েন্টি দল ঘোষণা, বিশ্রামে রাসেল-হোল্ডার-জোসেফ

Views: 24

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়রা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও পেসার আলজারি জোসেফকে পাবে না। বিশ্রাম দেওয়া হয়েছে তিন জনকেই।

বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল।

বিশ্বকাপে একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া শিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন। সবশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে।

আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *