শিরোনাম

উত্তরা ও তুরাগ নদের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

Views: 8

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা, কামারপাড়া, আব্দুল্লাহপুর, সেক্টর-১০ এবং তুরাগ নদের আশপাশে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ নিষিদ্ধ করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি আজ (১৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি বহাল থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার আগে সাদপন্থী মুসল্লিরা ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু করতে চেয়েছিলেন। তবে, জুবায়েরপন্থিরা ইজতেমা মাঠে অবস্থান করছিলেন এবং সাদপন্থীদের মাঠে প্রবেশ করতে দিতে চাননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাচ্চু মিয়া (৭০), তাইজুল (৬৫) এবং বেলাল (৬০) নিহত হন।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থিরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীপুর উপজেলার মুলাইদ পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করে তারা। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *