রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উত্তরা পূর্ব থানায় পুলিশ তাকে গ্রেফতার করার পর, আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এসময় তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।
ডিএমপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সাবেক ওসি শাহ আলম গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেফতার হন। গত রাতে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করার জন্য প্রক্রিয়া চলছিল। এসময় তিনি পালিয়ে যান।
উল্লেখযোগ্য, শাহ আলম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলায় আসামি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং গত আগস্টে তিনি উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন। পালানোর পর পুলিশ তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলা হওয়ার কারণে উত্তরা পূর্ব থানার এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে তার নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম