শিরোনাম

উসমানের ঝড়ে রাজশাহীকে হারাল চিটাগং কিংস

Views: 4

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ২০২৩-এর এক রোমাঞ্চকর ম্যাচে চিটাগং কিংস রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। পাকিস্তানি ওপেনার উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরি এবং বল হাতে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে চিটাগং জয়ের খাতা খুলে বিপিএল ইতিহাসে তাদের দ্বিতীয় বড় জয় নিশ্চিত করল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৯ রান। উসমান খান রাজশাহীর বোলারদের ওপর আক্রমণ চালিয়ে মাত্র ৬২ বলে ১২৩ রানের বিশাল ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৯টি ছক্কার ঝড়। এই ইনিংসটি দলের জন্য ছিল এক দারুণ মাইলফলক। ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্কও ২৫ বলে ৪০ রান করে তাকে ভালো সঙ্গ দেন, এবং দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১২০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি।

রাজশাহীর পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, যিনি উসমান খানের উইকেট তুলে নেন। তবে তার আগেই চিটাগংয়ের সংগ্রহ ২০০ রান পেরিয়ে যায়, যা রাজশাহীকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। প্রথম ওভারেই ওপেনার সাব্বির হোসেন মাত্র ৮ রান করে আউট হন। মোহাম্মদ হারিসের ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস কিছুটা আশা দেখালেও, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। চিটাগংয়ের বোলারদের সামনে বাকিরা একে একে ফিরতে থাকেন।

রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ইয়াসির রাব্বি ও রায়ান বার্লও ব্যর্থ হন। শেষ পর্যন্ত রাজশাহী মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়, এবং চিটাগং কিংস ১০৫ রানের বিশাল জয় পায়।

চিটাগংয়ের পক্ষে আরাফাত সানি ও আলিস ইসলাম তিনটি করে উইকেট তুলে নেন, যা রাজশাহীকে ছোট্ট করে দেয়। তাদের বোলিং পারফরম্যান্স ছিল অসাধারণ, যার ফলে রাজশাহী ২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়াতে পারেনি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *