শিরোনাম

উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

Views: 6

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এ মাসেই উৎপাদনে আসছে। ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসে দ্বিতীয় ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ১,৩২০ মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে।

পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে ২০১৯ সালে শুরু হওয়া এ তাপ বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ নানা প্রতিবন্ধকতার কারণে গত বছর সম্পন্ন হলেও উৎপাদন শুরু করতে দেরি হয়। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে এবং মার্চে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন। তিনি আরও জানান, ট্রান্সমিশন লাইন থেকে কয়লা পরিবহন জেটি পর্যন্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন অব্যাহত রাখার জন্য ইতোমধ্যেই এক লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। আরও এক লাখ ৬৫ হাজার টন কয়লা এ মাসে আসবে। এখান থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।

কেন্দ্রটির টিপিসি ম্যানেজার মি. ইয়াং জানিয়েছেন, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মিত, যা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমাবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি এ কেন্দ্রটি আধুনিকতার এক দৃষ্টান্ত।

বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা ৫,৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে এটি ৭,৩১২ মেগাওয়াটে উন্নীত হবে। এ বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *