শিরোনাম

এই প্রথম এত ম্যাচ ও জয় দেখল ক্রিকেটবিশ্ব

Views: 6

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত সেপ্টেম্বরে পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ l
নতুন বছরে পা দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফেলে আসা বছরে এই অঙ্গনে হয়েছে অনেক রেকর্ড, ঘটেছে আলোচিত-সমালোচিত ঘটনার উত্থান। গত ৩০ ডিসেম্বর একইদিনে শেষ হয়েছে তিনটি বক্সিং ডে টেস্ট। এ নিয়ে ২০২৪ সালে হয়েছে ৫২টি টেস্ট। যা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বার ম্যাচ সংখ্যায় ফিফটি পূর্ণ করার রেকর্ড। এ ছাড়া একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বক্সিং ডে-তে শুরু হওয়া তিনটি টেস্টে যথাক্রমে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা রোমাঞ্চকর জয় পেয়েছে। আবার ড্র হয়েছে আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মেলবোর্নে রেকর্ড গড়েছিল দর্শকরা। ৩ লাখ ৫০ হাজার ৭০০ দর্শক দেখেছে সেই ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ৩৩৪ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল ১৯৩৬-৩৭ অ্যাশেজে।

সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টির রেকর্ড
২০২৪ সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি দুই জায়গাতেই ফরম্যাটটিতে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড হয়েছে। সবমিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণটিতে মোট ম্যাচ হয়েছে ১৬৬০টি। এর মধ্যে ৬৫৪টি ম্যাচ ছিল আন্তর্জাতিক পরিসরে। কেবল টি-টোয়েন্টিই নয়, গত বছর তিন সংস্করণের ক্রিকেটে সবমিলিয়ে ৮১১টি ম্যাচ হয়েছে। এই প্রথম ৮০০ ম্যাচের মাইলফলক পূর্ণ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।

টেস্ট ও টি-টোয়েন্টিতে রেকর্ডের বছরে পিছিয়ে ছিল ওয়ানডে ফরম্যাট। অথচ এর এক বছর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ২১৮টি ওয়ানডে ম্যাচ হয়েছিল। অবশ্য তার কারণও রয়েছে, ওই বছর বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। আর ২০২৪ সালে এই সংস্করণে ম্যাচ হয়েছে মাত্র ১০৪টি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *