অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মাধ্যমে যেকোনো অর্জন সম্ভব। আজ বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “৫ আগস্ট আমাদের ঐক্যের প্রতীক। সেদিনের অনুভূতিই ছিল একতার অনুপ্রেরণা। আজ আমরা যা করতে যাচ্ছি, তা সকলের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। একতা আমাদের শক্তি, আমাদের প্রেরণা।”
ড. ইউনূস বলেন, “আমাদের জন্ম ঐক্যের মধ্য দিয়ে। আমরা একসঙ্গে কাজ করলে সাহস পাই। একা হয়ে গেলে দুর্বল মনে হয়। ৫ আগস্টের স্মৃতি রিক্রিয়েট করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি ছাত্রদের ঘোষণাপত্র প্রসঙ্গে বলেন, “ঘোষণাপত্র শুধুমাত্র একটি গোষ্ঠীর হলে ৫ আগস্টের চেতনার অপমান হবে। একসঙ্গে করলে তবেই ঐক্যের বার্তা প্রকাশ পাবে।”
তিনি গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, “আমরা ঐতিহাসিক সেই মুহূর্তকে রেকর্ড করে রাখতে চাই। ৫ আগস্টের বিপ্লবী অনুভূতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। অতীত এবং বর্তমানের অহেতুক প্রসঙ্গ বাদ দিয়ে সেদিনের যাতনা, আকাঙ্ক্ষা ও উন্মাদনাকে সংরক্ষণ করা জরুরি।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, “যে নামেই একে অভিহিত করা হোক না কেন, আমাদের মূল লক্ষ্য হলো ঐক্যের বার্তা সকলের কাছে পৌঁছানো। এটি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের শক্তি ও স্থিরতার প্রতীক হবে।”
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড. ইউনূস বলেন, “এই আলোচনার মাধ্যমে জাতি সাহস অনুভব করবে এবং ঐক্যের নতুন বার্তা পাবে।”
“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”