শিরোনাম

একদিনের মধ্যে টাকা না দিলে রয়্যাল এনফিল্ডের প্রি-বুকিং বাতিল

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের জন্য প্রি-বুকিং শুরু হয়েছে (২২ অক্টোবর) সকাল থেকে। এই বিশেষ ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য শোরুমের সামনে রাত ৩টা থেকেই গ্রাহকরা লাইনে দাঁড়িয়েছেন, আবার অনেকেই অনলাইনে প্রি-বুকিং দিয়েছেন। তবে, যারা এখনো টাকা পরিশোধ করেননি, তাদের প্রি-বুকিং বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রি-বুকিংয়ের টাকা জমা না দেয়া হয়, তবে প্রি-বুকিং বাতিল হয়ে যাবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিরাপদ রাইডিং এবং সঠিক সময়ে পেমেন্ট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে দেখা যায়, শতাধিক ক্রেতা ভেতরে এবং শোরুমের বাইরে দীর্ঘ লাইন রয়েছে। শোরুমের কর্মীরা ক্রেতাদের প্রি-বুকিং নিতে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র পরিবেশক ইফাদ মোটরস লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রি-বুকিং মানি হিসেবে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। শোরুম ও অনলাইনে প্রি-বুকিং কার্যক্রম চলমান রয়েছে।

ইফাদ মোটরস লিমিটেডের হেড অব বিজনেস মমিনুর রহমান তানভীর জানান, বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি মডেলের মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। মডেলগুলো হলো হান্টার, ক্লাসিক, বুলেট এবং মিটিয়র। হান্টার মডেলের দাম শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে এবং মিটিয়র মডেলের দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে।

রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের যাত্রা শুরু হয় ১২৩ বছর আগে, ইংল্যান্ডে। সামরিক বাহিনীর জন্য উৎপাদন শুরু হওয়া এই মোটরসাইকেলটি এখনো বিশ্বে সবচেয়ে পুরনো টু-হুইলার ব্র্যান্ড হিসেবে পরিচিত। বর্তমানে রয়্যাল এনফিল্ড ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের অধীনে পরিচালিত হয় এবং এটি ৫০টিরও বেশি দেশে বিক্রি হয়।

বাংলাদেশে স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে ইফাদ মোটরস একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। সরকার ২০২৩ সালে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল উৎপাদনের অনুমোদন দেয়ার পর স্থানীয়ভাবে মোটরসাইকেল তৈরির প্রক্রিয়া শুরু হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *