শিরোনাম

একসঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী বিশ্ব

Views: 35

চন্দ্রদ্বীপ ডেস্ক: একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ। একইসঙ্গে বিরল দুই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হয়েছে পৃথিবী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকা ও আফ্রিকার বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন। মহাকাশপ্রেমীরা এ ঘটনাকে এক দারুণ অভিজ্ঞতা বলে মনে করছেন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিরল আংশিক চন্দ্রগ্রহণের সঙ্গে মিলিত হয়ে, একটি সুপারমুন মহাকাশকে আলোকিত করেছে। এতে মঙ্গলবার রাতের চাঁদকে আরও উজ্জ্বল ও বড় দেখা গেছে। আংশিক চন্দ্রগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেলেও, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্পষ্ট দেখা গেছে।

প্রতি বছর মাত্র চারটি সুপারমুন থাকে। মঙ্গলবার আকাশ আলোকিত করা সুপারমুনটি ছিল চলতি বছরের দ্বিতীয় সুপারমুন। একে বলা হচ্ছে ‘হার্ভেস্ট মুন’। আর এ বিরল আংশিক চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর ছায়া চাঁদের কিছু অংশ ঢেকে দেয়। সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে।

সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময়, পৃথিবীর ছায়া চাঁদের ওপর একটি আকর্ষণীয় লাল রঙের আভা ফেলে, যা ব্লাড মুন হিসেবে পরিচিত। তবে এই সপ্তাহে তা দেখা যাবে না।

 
এদিকে চীনের ঝেজিয়াং প্রদেশে সুপারমুন উপলক্ষ্যে মধ্য হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। হেমন্তের এই উৎসবকে চাঁদের উৎসবও বলা হয়ে থাকে । এই উৎসবে পরিবার পরিজন, বন্ধু-বান্ধব একসঙ্গে কিয়ানতাং নদীর তীরে সুপারমুনের পাশাপাশি সমুদ্রের ঢেউ উপভোগ করেন।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *