শিরোনাম

এক কিলোমিটার পায়ে হেঁটে এসে দায়িত্ব গ্রহণ করলেন পৌর মেয়র

Views: 41
বরিশাল অফিস  :: শত শত কর্মী সমর্থকদের নিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা পায়ে হেঁটে এসে পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম শ্রেনীর জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত মেয়র আলহাজ মোঃ আলাউদ্দিন  ভূঁইয়া।
সোমবার দুপুরে পৌরভবনে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় আগামীর স্মার্ট গৌরনদী পৌরসভা গড়ার লক্ষ্যে নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সবধরনের সহযোগিতা
কামনা করেছেন। পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র ইখতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার  গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিল্পপতি আলহাজ এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু।
বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার  প্রমুখ।
এর আগে রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের হলরুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক  শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *