শিরোনাম

এক চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত

Views: 13

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেছেন, হঠাৎ একটি চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি জানান, ইতোমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক ওই চিঠির ব্যাখ্যাও দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন এবং তারা অভিযোগ করেছেন, তারা কোথাও জনসভা বা জনসংযোগ করতে পারছেন না। এর পাশাপাশি, আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা একে অপরের ওপর হামলা করছে।

হাসান মামুন আরও বলেন, “গলাচিপা-দশমিনায় কখনো কোনো জোটের নেতা-কর্মী বিএনপির দ্বারা লাঞ্ছিত হয়েছে?” তিনি এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “যারা জাতীয়তাবাদী দলকে ছোট করতে চায়, তারা এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা-দশমিনাকে দাঁড় করাতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত।”

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

এ সময় হাসান মামুন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে থেকে কাউকে এই আসনে মনোনয়ন দিলে জনগণ তা মেনে নেবে না।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন প্রমুখ।

এদিকে, গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে (ভিপি নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। এরপর ২৯ অক্টোবর নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *