চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচন। আর মাত্র পাঁচ দিন বাকি। এর আগেই হতে পারে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি। এমন আশাবাদই ব্যক্ত করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
বুধবার তিনি বলেন, আমি মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইনের ফোনে কথা বলেছি। তার কথায় আমি আশান্বিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবও প্রকাশ পেয়েছে। এতে আশা করা যায় যে আগামী কয়েক দিনের মধ্যেই ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে।
লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। যেন আগামী দু’এক দিনের মধ্যেই যুদ্ধবিরতির চুক্তি হয়ে যায়। আমরা এ বিষয়ে সবিশেষ আশাবাদী।
তিনি আরো বলেন, হোচস্টেইন আমাকে আশ্বস্ত করেছেন। আমার বিশ্বাস যে আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই এই যুদ্ধবিরতি হবে।
সূত্র : টাইমস অফ ইসরাইল