বরিশাল অফিস :: নিখোঁজের এক মাস পরেও অভিষেক ঘোষের (২৬) সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় নিখোঁজ তরুণের বাবা-মা। অভিষেক বরিশালের গৌরনদী উপজেলা বিল্বগ্রাম এলাকার মৃণাল কান্তি ঘোষের ছেলে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে নিখোঁজ যুবকের পিতা মৃণাল কান্তি ঘোষ জানান, গত ২ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অভিষেক। এরপর বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে খুজে পেতে ৪ জুন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিষেক একটু বাউল প্রকৃতির ছেলে। ছেলেকে খুঁজে পেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।