শিরোনাম

এক রানের জন্য ফিফটি হাঁকাতে পারলেন না সাকিব

Views: 32

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঠের বাইরে সমালোচনার যেন কোনো শেষে নেই। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেসব সমালোচনার উর্ধ্বে সাকিব আল হাসান। ২৮ দিন পর আজ মঙ্গলবার আবাহনী লিমিটেডের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন সাকিব। কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নেমে দারুণ এক ইনিংস খেলার পথেই হাঁটছিলেন সাকিব।

তবে এদিন ফিফটি হাঁকাতে না পারার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে সাকিবকে। মাত্র এক রানের জন্য অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার।

আজ ঢাকা প্রিমিয়ার সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর হয়ে ৪৯ রানের ইনিংস খেলেন সাকিব। প্রচণ্ড গরমের মধ্যে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে ৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৪৯ রান করে নাহিদুল ইসলামের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ হন তিনি।

সর্বশেষ ২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। সিরিজ শেষ করে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে চলে যান তিনি।

এরপর গত ২৮ এপ্রিল হুট করেই দেশে ফেরেন সাকিব। পরের দিন যান নিজের জন্মস্থল মাগুরায়। সেখান থেকে গতকাল সোমবার রাতে ঢাকায় ফিরে আজ বিকেএসপির মাঠে ব্যাট হাতে দেখা মেলে সাকিবের।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *