অপর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির এক সাংবাদিক বলেছেন, “আবহাওয়া প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন। যেটি উদ্ধার অভিযানকে খুবই কঠিন করে দিয়েছে।”
এই সাংবাদিক জানিয়েছেন, নতুন উদ্ধারকারী দল এবং পর্বতারোহীরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
এছাড়া আবহাওয়া খারাপ হওয়ায় হেলিকপ্টার দিয়ে কোনো ধরনের অভিযান চালানো যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এর বদলে স্থল অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেছেন, “আবহাওয়া খুবই ঠান্ডা। খারাপ আবহাওয়ার কারণে বিমান ও হেলিকপ্টার দিয়ে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এখন স্থল অভিযান চালানো হচ্ছে।”
তবে যেই অঞ্চলটিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে সেখানে গিয়েছেন উদ্ধারকারীরা। কিন্তু সেখানে গাড়িও চালানো সম্ভব হচ্ছে না। আর এ কারণে উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন। এতে করে উদ্ধার অভিযানে ধীরগতি দেখা যাচ্ছে।
রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন রাইসি। তারা একসঙ্গে একটি বাঁধ উদ্বোধনও করেন। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের একটি পাহাড়ি ও ঘন বনজঙ্গল সমৃদ্ধ এলাকা।