শিরোনাম

এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন, ধীরগতি চলমান প্রকল্পে

Views: 6

২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার মাত্র ১২.২৯ শতাংশে নেমে এসেছে, যা গত দশকের মধ্যে সবচেয়ে কম। গত বছর এ হার ছিল ১৭.০৬ শতাংশ এবং এর আগের বছর ছিল ১৮.৪১ শতাংশ।

এই সময়ে গত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হার ছিল ২০১৫-১৬ অর্থবছরে ১৬.৮৪ শতাংশ। বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএমইডি সূত্রে আরও জানা যায়, সরকারি সংস্থাগুলি ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দের মধ্যে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে। তবে, আইএমইডি কর্মকর্তাদের মতে, চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমানোর কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়েছে।

নতুন সরকারের অধীনে অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরো কমেছে। জুলাই-নভেম্বর পর্যন্ত ঘরোয়া উৎস থেকে ১৯,৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১,৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩,৩৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *