শিরোনাম

এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছে বয়হুড ফেন্ডস বরিশাল

Views: 50

 

বরিশাল অফিস: চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়ার আন নুর মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে প্রায় শতাধিক ফলজ বৃক্ষ রোপণ করেছে বয়হুড ফেন্ডস বরিশাল।

আমাদের বন্ধন হৃদয়ে জাগাবে স্পন্দন শ্লোগানে এই সংগঠনটি শুক্রবার সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদ, পুকুর ও মাদ্রাসা ভবনের চারপাশে প্রায় এক একর জমিতে এই ফলজ বৃক্ষ রোপন করেছেন বলে জানান বয়হুড ফ্রেন্ডস সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। তিনি বলেন, দেশের ও দেশের বাইরের কয়েকজন বন্ধুর অর্থনৈতিক সহযোগিতায় এই বৃক্ষ রোপন করা হয়েছে।

এসময় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএম কলেজ শিক্ষক মামুনুর রশীদ, এডভোকেট হুমায়ুন কবীর মাসউদ, দেবাশীষ রায়সহ বিভিন্ন গণ্যমান্য ব্যবসায়ী বন্ধুরা অনেকে এতে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন শেষে বয়হুড ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *