শিরোনাম

এতিম শিশু সমাজের বোঝা নয় বরং তারা দেশের সম্পদ’- সমাজ কল্যাণ সচিব

Views: 45

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীতে সরকারি শিশু পরিবার বালিকাদের সঙ্গে মত বিনিময় করেছেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সরকারি শিশু পরিবার হলরুমে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজীসহ অনেকে।

এসময় প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, এতিম মেয়েরা সমাজের বোঝা নয় বরং তারা দেশের সম্পদ। আমরা সব সময় তাদের পাশে আছি। বর্তমান সরকার এতিম মেয়েদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আত্ম কর্মসংস্থার পথ করে দিচ্ছেন।

মতবিনিময় শেষে সরকারি শিশু পরিবার বালিকাদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে সরকারি শিশু পরিবার বালিকা অফিস কার্যালয়ের প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *