ঢাকাই সিনেমার ‘নবাব’ খ্যাত প্রবীর মিত্রের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ৫ জানুয়ারি রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতিমান অভিনেতা। প্রবীর মিত্রের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সদস্য সনি রহমান জানিয়েছেন, জানাজার পর প্রবীর মিত্রের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
প্রবীর মিত্র দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জানুয়ারি তিনি মারা যান। প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার অভিনয়ের ক্যারিয়ার শুরু হয় ১৯৬৯ সালে এবং তিনি প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রবীর মিত্র ছিলেন বাংলা চলচ্চিত্রের একটি স্মরণীয় নাম, যিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র জগৎ হারিয়েছে এক কিংবদন্তিকে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম