শিরোনাম

এবার ইসরাইলে হামলা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘ফাতেহ-১১০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।

হিজবুল্লাহনিয়ন্ত্রিত লেবাননের আল-মানার টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ৮ দশমিক ৫ মিটার দীর্ঘ ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্রটি ৫০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট বা ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, কঠিন-জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রটির ওজন ৩,৪৫০ কেজি এবং এর পাল্লা ৩০০ কিলোমিটার।

আল মানার টেলিভিশনে গতকাল বুধবার ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে দখলদার বাহিনীর জারফিন ঘাঁটিতে হামলা করার দৃশ্য দেখানো হয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা, তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা করা হয়।

এর আগে গত রোববার (৩ নভেম্বর) হিজবুল্লাহ ‘ইমাদ-৫’ নামে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই বাঙ্কারের ফুটেজে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত নিজ অবস্থানে অটল থাকবে হিজবুল্লাহ।

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারটি হিজবুল্লাহর শহীদ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশ করা হয়। যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না। আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করব না।’

ফুটেজে দেখা যায়, হিজবুল্লাহ যোদ্ধারা একটি জঙ্গল এলাকায় তাদের মোটরসাইকেলে চড়ছেন। এরপর তারা একটি টানেলের ভেতর দিয়ে ভূগর্ভস্থ বাঙ্কারটিতে প্রবেশ করেন।

সূত্র : পার্সটুডে

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *