Views: 51
চন্দ্রদ্বীপ ডেস্ক : বিনোদন কিংবা ক্রীড়া দুনিয়া, রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত নানা গল্প নিয়ে বায়োপিক অনেক হয়েছে। আকাশচুম্বী সাফল্য ধরাও দিয়েছে মূল চরিত্রে অভিনয় করা অভিনেতার ভাগ্যে। এবার সে তালিকায় সংযোজন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন। নতুন খবর হলো তাকে নিয়ে বানানো হচ্ছে বায়োপিক।
জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন। আন্তর্জাতিক বাজারে এই ছবির স্বত্বও কেনা হয়ে গেছে।
গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্যাকক্লেন। তারা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও। গ্ল্যাডিয়েটর এবং দ্য অ্যাভিয়েটর খ্যাত জন লোগান ইতোমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন।
মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দেখানো হবে এই ছবিতে। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কীভাবে দেখানো হবে? তা এখনও নির্মাতারা পরিষ্কার করে জানাননি। ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক