পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী জেলা জাতীয় পার্টি।
রোববার (১৪ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপদলনেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ সাহেব আজ বেঁচে নেই, তিনি দেখলে আনন্দিত হতেন দল আজ ঐক্যবদ্ধ, আরও বড় আকারে ভিন্ন ধারার রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। অনেকে তাকে স্বৈরাচার বলেন, তিনি যদি স্বৈরাচার হতেন তবে জেলে থেকে তিনি ৫টি আসনে নির্বাচিত হতে পারতেন না।’
‘দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে, গত অর্থবছরে সাত লাখ সত্তর হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল আর এরশাদ সাহেব তার ৯ বছরের শাসনামলে মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করেছিলেন। তার আমলেও দেশে উন্নয়ন হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মাত্র দুবছর আগে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, সেই রিজার্ভ আজ মাত্র ১৯ বিলিয়ন ডলারে আসলো কিভাবে?’
কোটার বিষয়ে ব্যারিস্টার আনিসুল বলেন, ‘সরকার কোটার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে। যখন ৩০ শতাংশ কোটা ছিল তখন অনেক পদ খালি রাখতে হয়েছিল কারণ ওই পদের জন্য মুক্তিযোদ্ধার সন্তান, নাতি বা পুতি পাওয়া যায়নি। তখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। দেশের বর্তমান জনসংখ্যার কথা বিবেচনা করে কোটা বিষয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।’
আরো পড়ুন : পটুয়াখালীতে ইপিজেডের কাজে বাধা – ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ জমির মালিকদের
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইছারুহুল্লা আসিফ।