ঢাকার এলিফ্যান্ট রোডে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে প্রকাশ্যে নৃশংসভাবে দুই ব্যবসায়ী নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। দুর্বৃত্তদের দল ছিল ১২-১৫ জন, যারা মাস্ক পরা এবং হেলমেট পরে হামলা চালায়। ঘটনা ঘটেছিল মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে, যখন সড়ক সচল ছিল এবং যানবাহন চলছিল। তবে ব্যবসায়ীদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি, যদিও পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক বক্স খুব কাছেই ছিল।
হামলার শিকার দুই ব্যক্তি হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক। হামলার পর তাদের উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এহতেসামুল হক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যদিকে দীপু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। হামলার নৃশংসতা ১০-১২ সেকেন্ডের একটি ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
হামলার ঘটনা নিয়ে এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তারা মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে মানববন্ধন করে, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। যদিও শনিবার রাত ৯টা পর্যন্ত নিউমার্কেট থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি এবং হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি।
হামলার শিকার ব্যবসায়ী ওয়াহেদুল হাসান দীপু জানান, ঘটনার সময় তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এবং এহতেসামুল হক হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। তাদের গাড়ি থামিয়ে হামলাকারীরা চাপাতি দিয়ে আক্রমণ শুরু করে। তিনি বলেন, হামলাকারীরা ছিল পরিকল্পিত এবং এলিফ্যান্ট রোডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।
এছাড়া, একাধিক ব্যবসায়ী জানান, ৫ আগস্টের পর মাল্টিপ্ল্যান সেন্টারের নিয়ন্ত্রণে পরিবর্তন আসার পর ব্যবসায়ী সমিতির দখল নিয়ে বিরোধ বৃদ্ধি পেয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে হামলা হতে পারে। তারা উল্লেখ করেন, হামলার পেছনে ধানমন্ডি কেন্দ্রিক একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের হাত থাকতে পারে।
এদিকে, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন জানিয়েছেন, তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় ব্যবসায়ীরা সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম