চন্দ্রদীপ নিউজ ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন মুখ হিসেবে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। তবে নেই আলোচনায় থাকা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম।
আজ মিরপুর শের-ই-বাংলা এক সংবাদ স্কোয়াড প্রধান জাতীয় স্টেডিয়ামে সম্মেলনে এশিয়া কাপের ঘোষণা করেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সাকিব আল হাসানের নেতৃত্বে অপর সদস্যরা হলেন – লিটন দলের কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ মেহেদী হৃদয়, হাসান মুশফিকুর রহিম, মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈম।
আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার
পর সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ
আফগানিস্তান।