বরিশাল অফিস :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ৬৮২ জন পরীক্ষার্থী। একইসাথে পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন জানান, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে বিভাগের ছয় জেলায়
১৯৯টি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার মোট ৮৩ হাজার ৭৫৫ জনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যে অংশগ্রহণ করেছে ৮৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ৬৮২ জন। আর শতকরা হিসেবে এই হার দশমিক ৮১।
বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ১৭৬ জন। এরপর ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ ও ঝালকাঠিতে ৫৫ জন শিক্ষার্থী। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডবিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছেন।
সূত্রমতে, পরীক্ষায় শিক্ষা বোর্ডের ৩০টি স্পেশাল টিম কেন্দ্র তদারকি করেছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় দুইটি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করেছে।
এ দিকে, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল জিলা স্কুল এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এহতেসাম উল হক, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনসহ সকল (১০টি) উপজেলায় মোট ৬৮টি কেন্দ্রে এসএসসি, ১৮টি কেন্দ্রে দাখিল, ১১টি কেন্দ্রে এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮৮১৩ জন, দাখিল পরিক্ষার্থী ৫৫৮৯ জন, এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরিক্ষার্থী ১৫৩৮ জন। মোট ৩৫ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী।