শিরোনাম

 এহসান গ্রুপের সম্পত্তি ক্রোক অবস্থায় দুই ব্যক্তির তালা খুলে প্রবেশ করার ভিডিও ভাইরাল

Views: 37

পিরোজপুর প্রতিনিধি: জেলায় বহুল আলোচিত এহসান গ্রুপের সম্পত্তি ক্রোক থাকা অবস্থায় দুই ব্যক্তি প্রতষ্ঠিানে তালা খুলে প্রবশে করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্ররেরির চর্তুথ ফ্লোরে এহসান গ্রুপের প্রতিষ্ঠানে তালা খুলে প্রবেশ করছে। জানা যায় ওই ব্যক্তি র্মাকটের সিকিউিরটি র্গাড মোঃ ইমরান চৌধুরী (৩২) পিতা সালাম চৌধুরী ও অপর ব্যক্তির নাম- আবু রায়হান পিতা- তোফাজ্জল হোসেন। জানাযায়, তাদের বাড়ি শৈলকুপা, ঝিনা্ইদহ।

সিআইডি ঢাকার ফিন্যানসিয়াল ক্রাইম (র্অগানাইজড ক্রাইম) বিভাগের তদন্ত র্কমর্কতা জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ো হবে।

গত ৯ জুলাই ২০২২ইং তারিখে এহসান রিয়েল স্টেট অ্যান্ড  বিল্ডারস লিমিটেডের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন পিরোজপুর জেলা জজ আদালত। হালাল বিনিয়োগের নামে র্ধমীয় প্রতারণার ফাঁদে ফেলে লাখো মানুষের বিশাল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিআইডির তদন্তে বেড়িয়ে আসার পর আদালত এ আদেশ দেন।

এহসান গ্রুপের র্অথ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে এ র্পযন্ত ১৯টি মামলা হয়েছে। র্সবশষে সিআইডির ফিনানসিয়াল ক্রাইম বিভাগ এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার স্ত্রী সালমা আহসানসহ ৭ জনের  বিরুদ্ধে মানি-লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *