বরিশাল অফিস :: বরিশাল বিসিসি মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সকল প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ফুলের শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (৭ই) মার্চ সকালে নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ম জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতি কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে মহানগর সহ ওয়ার্ড নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান গভীরভাবে ফুলের শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি স্মরন করে।