শিরোনাম

ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদে সাদা ও নিল প্যানেল থেকে ২২ জন নির্বাচনে লড়াই করবেন

Views: 47

বরিশাল অফিস ::আসন্ন ২০২৪-২৫ ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে সভাপতি ও সম্পাদক সহ প্রার্থীরা পৃথক পৃথক ছাড়াও চলছে প্যানেল ভিত্তিক জোড়ে সোড়ে প্রচার প্রচারনা।

বরিশাল বারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নিল প্যানেল) সহ আইনজীবী সমিতির ১১টি কার্যকরি পরিষদের পদে ২ জন সভাপতি ও ২ জন সাধারন সম্পাদক সহ ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্ধন্ধিতা করছেন।

আগামী (১৫) ফেব্রয়ারি বৃহস্পতিবার বরিশাল আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে অঘোষিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত নিল প্যানেলের সভাপতি পদে লড়ছেন এ্যাড, সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারন সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হেসেন।

অন্যদিকে অঘোষিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ও সাধারন সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মোঃ মোর্শেদ।

এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম থান মঞ্জু,অর্থ সম্পাদক ১টি পদেমোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ।

সদস্য পদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ,মোঃ মিলন ভূইয়া,মোঃ সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র। নিল প্যানেলের প্রাথীরা হচ্ছেন সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক ১টি পদে মোঃ ফরিদ উদ্দিন।

যুগ্ম সম্পাদকের ২টি পদে মোঃ মনির হোসেন ও মোঃ রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মোঃ রিয়াজুল হক,মোঃ মাইনুল ইসলাম সজল,আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান। এবারের নির্বাচনে ৯শত ৬৫ জন ভোটার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। দুপুরে মধ্য খাবার বিরতীর পর পুনরায় আবার দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার গণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আইনজীবী সমিতিতে নতুন নেতৃতদেরকে নির্বাচিত করবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *