শিরোনাম

ঐশ্বরিয়াকে না জানিয়ে জাহ্নবীকে বিয়ে করেছিলেন অভিষেক!

Views: 44

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছে। এবার বিচ্ছেদের মাঝেই শোনা গেল ঐশ্বরিয়াকে না জানিয়েই নাকি গোপনে বিয়ে করেছেন অভিষেক। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে।

বিয়ের আগে হোক কিংবা পরে— বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এ জুটিকে। অভিষেকের জীবনে এসেছিলেন জাহ্নবী কাপুর। তারা একে অন্যকে মন দিয়েছেন। গোপনে নাকি বিয়েও করেছেন। তা নিয়ে সামাজিকমাধ্যমে নেটিজেনদের মাঝে হইচই পড়ে।

বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা। অথচ তাদের সম্পর্কের পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয়। গত বছরের শেষ থেকেই বচ্চনদের অন্দরমহল নিয়ে মুখর ছিল সামাজিকমাধ্যম। নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি। সপরিবার দোল উদ্যাপন করেছিলেন তারা। এ ছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। তার পর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। ফিরে এসেই বাবা-মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনেন অভিনেতা।

জানা গেছে, একে অন্যের থেকে এবার বিচ্ছেদই নাকি চাইছেন তারা। আর সেই খবরের জেরে তোলপাড় সিনেপাড়া। যদিও তারা এ প্রসঙ্গে মুখ খোলেননি। কখনই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায়। বা আদপে তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় ছিল সামাজিকমাধ্যম l

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *