চন্দ্রদ্বীপ ডেস্ক:বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে, ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। অম্বানীদের বিয়ের আসরে একসঙ্গে উপস্থিত না হওয়ায় এই জল্পনা আরও ঘনীভূত হয়। গোটা পরিবার নিয়ে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রবেশ করেছিলেন অভিষেক। অন্য দিকে, ঐশ্বর্যার সঙ্গী ছিল শুধু তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। মেয়ের হাতে হাত রেখেই বিয়ের আসরে ঘুরে বেড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
তবে, শুধু অম্বানীদের বিয়ে নয়। ঐশ্বর্যার সব সময়ের সফরসঙ্গী আরাধ্যা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। এই দেখেই নেটাগরিকের একাংশের প্রশ্ন, কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যান অভিনেত্রী? এই একই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানের লাল গালিচায় ঐশ্বর্যার দিকে ছুড়ে দেন ছবিশিকারিরা। উত্তরে ঐশ্বর্যা তাঁর মেয়ের হাত ধরে বলেন, “ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।”