শিরোনাম

ওপেনএআইয়ের বিজ্ঞাপন পরিকল্পনা: নতুন আয়ের উৎস হতে পারে এআই প্রযুক্তি

Views: 8

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্ষেত্রে ওপেনএআই, তাদের চ্যাটজিপিটি সহ অন্যান্য পণ্যতে বিজ্ঞাপন প্রদর্শনের চিন্তা-ভাবনা করছে। প্রতিষ্ঠানের লক্ষ্য আগামী বছরের মধ্যে লাভজনক ব্যবসায়ে রূপান্তর ঘটানো, এবং এই উদ্দেশ্যে তারা বিজ্ঞাপন ব্যবস্থা যুক্ত করতে চায়।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রায়ার জানিয়েছেন, “বিজ্ঞাপন কখন এবং কোথায় প্রয়োগ করা হবে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে বিজ্ঞাপন যুক্ত করার আগে তা সঠিকভাবে মূল্যায়ন করা হবে।”

তাদের বিজ্ঞাপন কার্যক্রমের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যার মধ্যে গুগলের সাবেক বিজ্ঞাপন বিভাগের প্রধান শিবকুমার ভেঙ্কটারমনও রয়েছেন। সারাহ ফ্রায়ার আরো বলেন, “আমাদের ব্যবসায়িক মডেল দ্রুত বিকশিত হচ্ছে, এবং আমরা এই ক্ষেত্র থেকে বড় সম্ভাবনা দেখছি।”

বর্তমানে, ওপেনএআইয়ের প্রধান আয়ের উৎস হলো এপিআই ফি। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং ডেভেলপাররা ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি বা জিপিটি-৪ এর মতো মডেল ব্যবহার করে এপিআই ফি পরিশোধ করে তাদের এআই পণ্য তৈরি করেন। তবে ভবিষ্যতে, ওপেনএআই বিজ্ঞাপন মডেলের মাধ্যমে নতুন আয়ের পথ খুঁজে পেতে পারে, এমনটিও ধারণা করছেন বিশ্লেষকরা।

বর্তমানে ওপেনএআইয়ের মধ্যে যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তা ভবিষ্যতে প্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *