চন্দ্রদ্বীপ নিউজ :: সদ্য বিদায়ী ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছেন (পরে পদত্যাগ করেছেন) তিনি একটি ফুলকোর্ট মিটিং ডেকেছিলেন। আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইম্প্রেশন দেয় না। ডিবির হারুনকে (ডিএমপি ডিবির তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ) নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন।’