চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও পালিয়ে গেছেন। এর মধ্যে দলটির সঙ্গে সম্পৃক্ত সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক জগতের ক’জন তারকাও আছেন।
এই পালাতক তারকাদের উদ্দেশ্যে মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি ভিডিও বার্তায় তিনি পলাতক তারকাদের প্রকাশ্যে এসে তাদের ভুল স্বীকার করার আহ্বান জানিয়েছেন।
ভিডিওর শুরুতে ওমর সানী বলেন, “যারা আমার ফিল্ম এবং সংগীত শিল্পী আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। সরকার পতনের পর যারা পালিয়ে আছেন, তাদের পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দলের সঙ্গে ছিলে, কিন্তু মার্ডার তো করো নাই। তোমাদের উচিত প্রকাশ্যে এসে কথা বলা, এবং কিছু ভুল হয়ে থাকলে তা স্বীকার করা।”
তিনি আরও বলেন, “পালিয়ে না থেকে তোমরা যদি প্রকাশ্যে এসে বলো যে, আমরা এটা করেছি, যা ঠিক হয়নি, তাহলে সঠিক বিচার হবে। পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলাই ভালো।”