বছরের শেষ প্রান্তে এসে নতুন একটি নাটকে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তাদের জুটি নিয়ে নাটকটির নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের লেখা ও পরিচালনায় এই নাটকটি দর্শকদের মন ছুঁয়ে গেছে।
নাটকের মূল চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন অয়ন নামে। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যিনি বেকার হওয়ায় তার ভাই-ভাবীর খোঁচা খাচ্ছেন এবং বাবা-মা তার জন্য নিরুপায়। নাটকের অন্য প্রধান চরিত্র তমা, যাকে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তমার মা তার মেয়েকে এক বিপত্নীক ছেলের সঙ্গে বিয়ে দিতে চান, যার দুটি সন্তান আছে। কিন্তু তমা এটি জানার পর ঘর থেকে পালিয়ে যায়।
নাটকটি দর্শকদের আবেগী করে তোলে এবং পরিবারের, প্রেম ও সামাজিক চাপের গল্প তুলে ধরে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপনসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।
নাটকটির জন্য একটি নতুন গানও প্রকাশিত হয়েছে। আরফিন রুমি সুর ও গেয়েছেন গানটি, যার শিরোনাম ‘তোমার চুলে’। গানটির কথা লিখেছেন জনি হক। এই গানটির মিউজিক ভিডিও ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং এটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়, যেখানে চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান এবং সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন রাশেদ রাব্বি। নাটকটির আবহ সংগীতের দায়িত্বও নিয়েছেন আরফিন রুমি।
শনিবার (১৪ ডিসেম্বর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।