শিরোনাম

কবে বিয়ের ফুল ফুটবে ইয়ামিন হক ববির?

Views: 9

দেশের গ্রাম-গঞ্জে শীতে বিয়ের সানাই শোনা যায় বেশিই। তবে ঢাকাই চলচ্চিত্রের তারকাদের বিয়ের ক্ষেত্রে সময় কিছুটা ভিন্ন। সেসব তারকাদের মধ্যে একজন হলেন ইয়ামিন হক ববি। তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানালা-জানালা প্রশ্ন এখনও অনেক ভক্তের মনে। তবে, তার বিয়ের ফুল কবে ফুটবে তা নিয়ে আগ্রহী রয়েছেন বহু দর্শক।

সম্প্রতি ‘বউ’ সিনেমায় নাম লিখিয়েছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নিয়ে এফডিসিতে মহরতের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিয়ে প্রসঙ্গে নিজের কথা বলেন তিনি।

ববি বলেন, “নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছি। সিনেমাটি সামাজিক ও পারিবারিক গল্পের ওপর নির্মিত হবে, যা আশা করি সবার ভালো লাগবে।” তবে, বিয়ের বিষয়ে মুচকি হেসে বলেন, “যত দ্রুত বর পাবো, তত দ্রুত বিয়ে করবো।”

এছাড়া, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ববি বলেন, “ট্রানজিশন পিরিয়ডের সময় সবকিছুতেই কিছু টানাপোড়েন থাকে, সিনেমায়ও তাই চলছে। আমি পজিটিভ মানুষ, তাই সবসময় সম্ভাবনা দেখি এবং আশাবাদী।”

‘বউ’ সিনেমাটি নির্মাণ করবেন কে এ নিলয়। সিনেমা প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে এবং একটানা শুটিং করে দ্রুত দৃশ্যধারণ শেষ করা হবে। নতুন বছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তি পাবে।

ববি সর্বশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করেছেন, যা গত ঈদুল আজহায় মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ হয়। সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের কারণে সিনেমাটি নিয়ে অনেক আলোচনা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *