শিরোনাম

কমলা হ্যারিসের প্রতি সমর্থন বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার

Views: 26

শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় চার দিনের এ সম্মেলন শুরু হয়। দ্বিতীয় দিন গত মঙ্গলবার সম্মেলনে যোগ দেন ওবামা। এ সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ওবামা ও মিশেল সম্মেলনকেন্দ্রের মঞ্চে ওঠার পর তুমুল করতালির মধ্য দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। এ সময় ওবামা বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন নাগরিকদের জন্য লড়াই করবেন। নভেম্বরে অনুষ্ঠেয় ভোটে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিপজ্জনক’ বলেও আখ্যা দেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *