শিরোনাম

কমিটি গঠন ছাড়াই শেষ হলো রাঙ্গাবালী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

Views: 50

 

মো:আল-আমিন, পটুয়াখালী: দীর্ঘ ১০ বছর পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মাঠে এ সম্মেলন হয়। তবে কমিটি গঠন ছাড়াই শেষ হলো দুইটি অধিবেশন।দলীয় নেতাকর্মীরা জানান, দ্বিতীয় অধিবেশনে পদপ্রত্যাশীদের মধ্যে সমঝোতা না হওয়ায় পরবর্তীতে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয় এবং শেষ হয় দুপুর দেড়টায়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছিল নেতা কর্মীদের মধ্যে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সম্মেলন স্থলে যোগ দেন। এতে হাজারও নেতা কর্মীর ঢল নামে সেখানে।

নেতা কর্মীরা জানান, তাদের প্রত্যাশা ছিল কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা হবে।
কিন্তু দুপুর আড়াইটায় দ্বিতীয় অধিবেশন শুরু হলেও পদপ্রত্যাশীদের সমঝোতা না হওয়ার কারণ দেখিয়ে কমিটি গঠন বা ঘোষণা করতে পারেননি বলে জানান জেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।

জানা গেছে, দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জনের নাম গ্রহীত হয়। এদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব আসবে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মো. সোহেল জানান, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় নিজেদের মধ্যে সমঝোতার কথা বলা হলে তা করতে পারেনি।
এছাড়া ভোট প্রক্রিয়ায় না গিয়ে জেলা কমিটির সিদ্ধান্তের ওপর আস্থা রেখেছেন তারা। আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ ও সহ-সম্পাদক মাসুদুর রহমানসহ কেন্দ্রীয় যুবলীগের আরও নেতৃবৃন্দ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *