Views: 32
চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। এমন প্রেক্ষাপটে সকলের অপেক্ষা বৃষ্টির। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আর বেশিদিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না।
আজ আবহাওয়াবিদ আব্দুর রহমান খান অধিদপ্তরে এক ব্রিফিংয়ে বলেন, ‘বৃহস্পতিবার থেকে অনেক জায়গার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আছে৷ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার৷ তবে দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতই থাকবে।