চন্দ্রদ্বীপ ডেস্ক :: শীতের আগমনের সাথে সাথে বেড়ানোর পরিকল্পনা করতে হয়। যদি আপনার কাছে সময় থাকে, তাহলে কাপ্তাইয়ের মনোরম পড হাউজগুলোতে ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন, যা সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কাপ্তাই উপজেলা প্রবেশের আগে ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় অবস্থিত নিসর্গ পড হাউজগুলো প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ স্থান। লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে এই পড হাউজগুলো, যা থাইল্যান্ডের আদলে নির্মিত।
নিসর্গ পড হাউজগুলোতে মোট নয়টি কটেজ রয়েছে, প্রতিটি কটেজে তিনজনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে পর্যটকদের জন্য বিনোদনের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেমন ওয়াই-ফাই, কায়াকিং ও বিভিন্ন রাইডিং সুবিধা। পড হাউজগুলোর মধ্যে রয়েছে আকাশ কুঞ্জ, মেঘদূত, চন্দ্র পাহাড়, সাঁঝের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবীথি এবং নিঝুম নিরালা।
এছাড়া, এখানে রয়েছে আধুনিক অ্যাটাচড ওয়াশরুম, সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। নদী এবং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগের পাশাপাশি রুমের সামনে দোলনায় শুয়ে চাঁদনি রাতের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।
কিভাবে যাবেন: ঢাকা থেকে সায়দাবাদে পৌঁছে সরাসরি কাপ্তাইয়ের বাসে উঠতে হবে, যেখানে ৭-৮ ঘন্টার মধ্যে পড হাউজে পৌঁছানো সম্ভব। কাপ্তাই যাওয়ার বাসের সংখ্যা সীমিত হওয়ায় আগেভাগে টিকিট বুক করে রাখা উচিত।
খরচ: পড হাউজে থাকার জন্য ফুল প্যাকেজের খরচ ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে হবে, যা তিনবেলার খাবার ও কায়াকিংয়ের সুবিধা অন্তর্ভুক্ত করে। এসি রুমের সুবিধাও রয়েছে।