শিরোনাম

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই ঢাকার সিনেমা

Views: 9

আগামী ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) বাংলাদেশের কোনো সিনেমা থাকছে না। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন, যেখানে ১৮০টি সিনেমা প্রদর্শিত হবে।

উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ এক সংবাদ সম্মেলনে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশের কোনো সিনেমা এ বছর তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তাই এবার বাংলাদেশের কোনো সিনেমা থাকছে না।”

এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিতো বাংলাদেশ। ২০২২ সালে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছিল। এছাড়া, ২৬তম আসরে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার অর্জন করে। সর্বশেষ গত বছর উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।

এবার শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন কর্মশালা ও প্যানেল আলোচনায়ও বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না। এমনকি বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার এ আয়োজন থেকে তাদের অংশগ্রহণ অনুপস্থিত।

এদিকে, উৎসবের এবারের মূলমন্ত্র হলো “বাংলার মাটিতে বিশ্বের ছবি”। ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজকদের আশা, এবারের উৎসব হবে আরও জাঁকজমকপূর্ণ। উদ্বোধনী দিনে তপন সিনহার ক্লাসিক ‘গল্প হলেও সত্যি’ প্রদর্শিত হবে। থিম সং রচনা ও পরিবেশনা করেছেন নচিকেতা চক্রবর্তী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *