পটুয়াখালী প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তবে দুর্নীতিবাজ সহ পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর যেসব সদস্যরা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপি যারা টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে ওই টাকা ফেরত আনতে হবে।
রবিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাবের সামনে উপজেলা প্রশাসনের মাঠে তাকে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোশাররফ হোসেন আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর মুক্ত সাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ সময় দেশটাকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতার ভয়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনা। আর তাকে অবৈধ ভাবে টিকিয়ে রেখেছিল সম্প্রতি আমাদের পানিতে ডুবিয়ে দেয়া দেশ ভারত। আয়না ঘর, গুম খুন সহ সমস্ত অপরাধের বিচার এই বাংলায় হবে।
পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাশু সরকার কুট্টি ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো.মোশতাক আহম্মেদ পিনু সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এই বিএনপি নেতাকে নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় পুরো শহর জনসমুদ্রে পরিনত হয়।