মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিজ দলের কর্মীদের হামলায় উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. সজীব মৃধা (৩৫) গুরুতর জখম হয়েছেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অভ্যন্তরে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত সজীব মৃধা এ ঘটনার জন্য উপজেলা যুব লীগের সহ-সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম (রকি) এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি সরদারকে দায়ী করেছেন।
আহত সজীব মৃধা অভিযোগ করে বলেন, রকি ও জনি আগে থেকেই সজীবের ওপর ক্ষিপ্ত ছিল। তারা দুইপক্ষই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক। সজীব কখনো দলীয় কার্যালয়ে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হতো। তার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কার কথা তিনি দলের জ্যেষ্ঠ নেতাদেরকেও জানিয়েছেন।
কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে সজীব নৌকা প্রতীকের নির্বাচনী কাজ শেষ করে দলীয় কার্যালয়ে গেলে হঠাৎ হামলার শিকার হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সজীব মৃধা আক্ষেপ করে বলেন, যখন রামদা দিয়ে আমার ওপর হামলা করে তখন দলীয় কার্যালয়ের ভেতর অনেকেই উপস্থিত ছিল। তারা কেউই আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এ হামলায় রকি ও জনির সঙ্গে মুছা, সুমন, মহিবুল্লাহ, মোস্তফাসহ অন্তত ১০-১২ জন জড়িত ছিল বলে সজীব জানায়।