মো:আল-আমিন,পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার এই ১ম বার দেখা মিলল বিষধর রাসেলস ভাইপার সাপ। এটি উদ্ধার করেছে এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর ধুলাসার গ্রাম থেকে ওই সাপটি উদ্ধার করা হয়েছে।
এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিম লিডার রাকায়েত হোসেন বলেন, দুপুরে ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ড চর ধুলাসার গ্রামের মমিন মিয়ার বসতবারির সামনের ফেলে রাখা জালে একটি রাসেলস ভাইপার আটকা পড়ে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়।
এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সক্রিয় সদস্য বাইজিদ মুন্সি বলেন, বর্তমানে সাপটি আমাদের হেফাজতে আছে। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় অবমুক্ত করা হবে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে আমরা সাপ উদ্ধারের খবর পেয়েছি। পরবর্তীতে অবমুক্ত করার বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব আমরা।