শিরোনাম

কলাপাড়ায় ক্যানসারে আক্রান্ত শিশু জামিলা বাঁচতে চায়

Views: 15

পটুয়াখালী প্রতিনিধি :: ছোট্ট শিশু জামিলা, মাত্র ছয় বছর বয়সে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। তার বাম চোখে ধরা পড়েছে দুরারোগ্য ক্যানসার। অপারেশনের মাধ্যমে চোখটি তুলে ফেললে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের বাসিন্দা জামিলার বাবা সোহেল হাওলাদার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। কয়েক মাস আগে জামিলার বাম চোখে প্রথমে সমস্যা দেখা দেয়, পরে ধীরে ধীরে তা মারাত্মক আকার ধারণ করে। ডাক্তার জানায়, তার চোখে টিউমার হয়ে তা ক্যানসারে পরিণত হয়েছে, তবে এটি এখন পর্যন্ত চোখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

জানা গেছে, অপারেশনের আগে জামিলাকে আটটি ক্যামোথেরাপি দেওয়া হবে, যার প্রতিটির খরচ প্রায় ২৫ হাজার টাকা। সব মিলিয়ে চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন, যা সোহেলের জন্য সম্ভব নয়। তিনি ও তার পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছেন এবং এখন মানুষের সহযোগিতা একমাত্র ভরসা।

জামিলাকে সাহায্য করতে চাইলে যোগাযোগের ঠিকানা: ০১৭৩২-৩৪৩১৬৬ (বিকাশ/নগদ)। এছাড়া তার নানা মো. বাহাদুর হাওলাদারের সিটি ব্যাংকের নম্বর ২২০৩৬১২০২৮০০১ অ্যাকাউন্টে সাহায্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির চিকিৎসার জন্য সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। তিনি সমাজের সকলকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *