শিরোনাম

কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীর তীর থেকে মাটি কাটার তাণ্ডব

Views: 6

গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের দূর্যোগকালীন আশ্রয়ের একমাত্র অবলম্বন খাপড়াভাঙ্গা নদীর তীর মাটি কাটার তাণ্ডবে হুমকির মুখে পড়েছে। কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামের সংলগ্ন নদী তীর থেকে নিয়মবহির্ভূতভাবে মাটি কেটে ইটভাঁটিতে সরবরাহ করছে একটি প্রভাবশালী চক্র।

স্থানীয়রা জানান, কোনো বাধাবিপত্তি ছাড়াই দিন-রাতে সমানভাবে মাটি কাটার কাজ চলছে। এই মাটি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সংলগ্ন অবৈধ ইটভাঁটিতে সরবরাহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ইটভাঁটির কোনো বৈধ কাগজপত্র নেই এবং এটি পরিচালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে।

নদী তীরের মাটি কাটার ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে দূর্যোগকালীন সময়ে জেলেরা আশ্রয়হীন হওয়ার শঙ্কায় রয়েছেন। পাশাপাশি নদী তীরের ভূমি ধসের ঝুঁকি বেড়ে গেছে। পরিবেশ সচেতন ব্যক্তিরা এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “নদী তীরের মাটি কাটার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *