শিরোনাম

কলাপাড়ায় গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু

Views: 78

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত গরমের কারণে আশঙ্কাজনকহারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এদের বেশির ভাগই শিশু।

জানা গেছে, এপ্রিলের শুরু থেকেই গরমের সঙ্গে ডায়রিয়া রোগের প্রকোপ বাড়তে শুরু করে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে অনেক রোগীদের।

আরো পড়ুন : গলাচিপায় মাঠে মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২৫ জন রোগী। গত এক সপ্তাহে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ধারণ ক্ষমতা থেকে অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুত রয়েছে। ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে বাইরের খাবার পরিহারের আহ্বান জানান চিকিৎসকরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *