পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে গরু চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (২২ ডিসেম্বর) নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাদল হাওলাদারের গোয়ালঘর থেকে রাতের আঁধারে একটি গরু চুরি করে আমতলী বাজারে বিক্রি করতে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে চোরকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয়রা কলাপাড়া থানা পুলিশকে খবর দিলে চোরকে থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত চোরের নাম আলাউদ্দিন, তার বাড়ি মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। আলাউদ্দিন জানান, তিনি শনিবার সকাল থেকেই দৌলতপুর এলাকায় ছিলেন এবং রাতে গরু চুরি করে আমতলী বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে স্থানীয়দের হাতে ধরা পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, নীলগঞ্জ ইউনিয়নে প্রায়ই চুরি, ডাকাতি, এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এই ধরনের অপরাধে সাধারণ মানুষ আতঙ্কিত। তারা চুরি, ডাকাতি এবং ছিনতাই বন্ধে প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “আমরা নীলগঞ্জ ইউনিয়নে আগেই একটি মিটিং করেছি এবং স্থানীয়দের বলেছি, যেকোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে স্থানীয়রা চোরকে আটক করে পুলিশকে খবর দিবে। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয়রা চোরকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”