পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে দুর্বৃত্তদের চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের ৬ সদস্য।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১টার দিকে আব্বাস হাওলাদারের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও পরিবারের কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের ঘুম ভাঙান। জ্ঞান ফেরার পর তারা দেখতে পান, দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেছে।
লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস। পরিবারের সদস্যদের দাবি, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।
চেতনানাশকের প্রভাবে অসুস্থ হওয়া ৬ সদস্যকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই লুটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।